ঢাকা ১৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৬০ রাজধানীতে ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় চাপাতিসহ গ্রেপ্তার ৩

হকারদের দখলে ঢাকা সিলেট মহাসড়ক

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  2:37 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল থেকে ভুলতা এলাকা জুড়ে  মহাসড়কের দুপাশে বসছে কাঁচাবাজার ও ফুটপাত,এতে করে সৃষ্টি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, চরম জন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে এলাকায়। প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন।  সরেজমিনে ঘুরে দেখা যায় মহাসড়কের এক এক পাশে তিনটি রাস্তা থাকলেও দুটি রাস্তা দখলে নিয়েছে ভাসমান হকাররা। এখানে ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতিদিন বিভিন্ন প্রকার মাল নিয়ে পাচঁশতাধীক  ভ্যানগাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় মানুষের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। 

মহাসড়কটি হকারদের দখলে। জীবনের ঝুঁকি নিয়েই পথচারীদের রাস্তা পারাপার করতে হচ্ছে। ভোক্তভোগীদের অভিযোগ, ভুলতা গোলাকান্দাইল এলাকা জুড়ে মহাসড়কের একপাশে বসেছে কাঁচাবাজার অন্য পাশে হকার  ঠিক তার সামনেই রয়েছে ভুলতা পুলিশ ফাঁড়ি। সাধারণ মানুষের অভিযোগ ফাঁড়ির সামনে পুলিশের নাকের ঢগায়  কিভাবে ফুটপাত ও কাঁচাবাজার বসে ?  অবশ্যই ফাঁড়ি পুলিশের যোগসাজশে আছে। পুলিশ নামে মাত্র ফুটপাত উচ্ছেদ করে ।পুলিশ চলে যাওয়ার ৩০ মিনিটের মধ্যেই হকাররা ফুটপাত দখল করে নেয় এবং রাত ১০ টা পর্যন্ত মহাসড়ক দখলে থাকে হকারদের। ফুটপাতের সাথে ফাঁড়ির কতিপয় সদস্য জড়িত থাকার কারনে মহাসড়কে ফুটপাত কোনভাবেই সরানো সম্ভব হচ্ছে না বলে জানান এলাকাবাসী। 

 সম্প্রতি গত সপ্তাহখানেক আগে ভুলতা এলাকার তাঁতবাজার থেকে গোলাকান্দাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশ একেবারেই ফুটপাত মুক্ত করে দেন।ফুটপাত উচ্ছেদ অভিযানে ইউএনও শাহ নুসরাত জাহানের নেতৃত্বে এসি ল্যান্ড আতিকুল ইসলাম, উপজেলার চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তুু তারা চলে যাওয়ার দুই ঘন্টা পরই আবার ফুটপাতে বসে পড়ে হকাররা।  অভিযোগ উঠেছে এখানকার ফুটপাত ও মহাসড়কের কাঁচাবাজার স্থানীয় নেতাদের ছত্রছায়ায় বসানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কে কাঁচাবাজার ও ফুটপাত বসানোর সাথে প্রকৃতভাবে  এক শ্রেণির চাঁদাবাজরা নেতাদের নাম ভাঙ্গিয়ে ফুটপাতে চাঁদাবাজি করছে। সচেতনমহল মনে করে পুলিশ প্রশাসন কখনো এককভাবে মহাসড়কের কাঁচাবাজার ও ফুটপাত বন্ধ করতে পারবে না। একমাত্র মার্কেট মালিকরা পুলিশকে সাথে নিয়ে মহাসড়কের হকার উচ্ছেদ করতে হবে। উপজেলা প্রশাসন ও উপজেলার পরিষদের যৌথ অভিযানের পর ইউএনও নির্দেশ মতে মহা সড়কের হকার উচ্ছেদ অভিযান বাস্তবায়ন করতে আব্দুল হক সুপার মার্কেট কতৃপক্ষকে তাদের নিজস্ব সিকিউরিটি দিয়ে মহাসড়ক দখল মুক্ত রাখতে দেখা যায়। আব্দুল হক সুপার মার্কেট কতৃপক্ষের সফলতায় অভিজ্ঞ মহল মনে করেন, পুলিশ প্রশাসন সাথে নিয়ে অন্য মার্কেট মালিক কর্তৃপক্ষ তাদের মার্কেটের সামনে সৃষ্ট সমস্যার সমাধান করা সম্ভব হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম