ঢাকা ২১ মে, ২০২৪
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ যে তথ্য জানা গেল গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৩৫৫৬২ প্রথম বাংলাদেশি হিসেবে লোৎসে পর্বতে দেশের পতাকা ওড়ালেন বাবর আলী সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী ফোনের স্টোরেজ খালি করার উপায় জেনে নিন আজ মাঠে নামছে বাংলাদেশ-আমেরিকা ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে যে তথ্য জানাল তুরস্ক উপজেলা নির্বাচন: ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয় উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

স্বপ্নের পদ্মা সেতুর পিচ ঢালাইয়ের কাজ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২১,  12:42 PM

news image

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর কাজ দেখতে দেখতে শেষ হতে চলেছে। আজ বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং (বিটুমিনাস ওয়ার্ক)। কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। এটি দেখাশোনা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মাঝে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর সেতুর শেষ স্প্যান বসানো হয়। এর মাধ্যমে দৃশ্যমান হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু। এরপর সেতুর স্প্যানের ওপর কংক্রিটের তৈরি রোড স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব ও ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে। উল্লেখ্য, দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন আর নিচ দিয়ে রেল। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীসহ সারা দেশের যোগাযোগ সহজ হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে পদ্মা সেতু যানবাহন চলাচলের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম