ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা শুরু পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ সৌদি-পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ হাঁসের মাংসের যত উপকারিতা বিকেলে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান সৌদি-তুরস্কসহ ট্রাম্পের বোর্ড অব পিসে অংশ নিচ্ছে আরও ৭ দেশ দোকান বন্ধ করে বাসায় ফেরা হলো না ব্যবসায়ীর

সৌদি-তুরস্কসহ ট্রাম্পের বোর্ড অব পিসে অংশ নিচ্ছে আরও ৭ দেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৬,  11:09 AM

news image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 'বোর্ড অফ পিস'-এ সৌদি আরব, তুরস্ক ও মিশরসহ নতুন করে সাতটি দেশ যোগ দেওয়ার কথা জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে দেশগুলো এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এই বোর্ডে তাদের অংশগ্রহণের কথা জানিয়েছিল। বুধবার সন্ধ্যায় ট্রাম্প দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই জোটে যোগ দিতে রাজি হয়েছেন।  যদিও ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পুতিন বলেছেন, রাশিয়া এই উদ্যোগকে মূলত মধ্যপ্রাচ্যের জন্য প্রাসঙ্গিক মনে করছে এবং জব্দ করা রুশ সম্পদ থেকে তারা এক বিলিয়ন ডলার অনুদান দিতে প্রস্তুত। গাজা যুদ্ধ নিরসন এবং সেখানকার পুনর্গঠন তদারকির লক্ষ্য নিয়ে এই বোর্ড গঠিত হওয়ার কথা থাকলেও এর খসড়া সনদে ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই। বরং এটি জাতিসংঘের বিকল্প একটি কাঠামো হিসেবে কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌদি আরবসহ মুসলিম প্রধান দেশগুলো জানিয়েছে, তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই জোটে যোগ দিচ্ছে। বর্তমানে ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তার হাতে নির্বাহী সদস্য নিয়োগ ও যে কোনো উপ-সংস্থা গঠন বা বিলুপ্ত করার একচ্ছত্র ক্ষমতা থাকবে। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, হাঙ্গেরি ও ভিয়েতনামসহ বেশকিছু দেশ এই জোটে স্বাক্ষর করেছে। যুক্তরাজ্য ও কানাডাকে আমন্ত্রণ জানানো হলেও তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এদিকে ভ্যাটিকান সিটি জানিয়েছে যে পোপ লিও এই আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন। তবে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এই আমন্ত্রণ প্রত্যাখান করে বলেছেন, এই ধরনের সংস্থা বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থায় বিপজ্জনক হস্তক্ষেপ ঘটাতে পারে। লিক হওয়া নথিতে দেখা গেছে, যেসব দেশ এক বিলিয়ন ডলার আর্থিক অবদান রাখবে তাদের জন্য এই বোর্ডে স্থায়ী আসনের ব্যবস্থা রাখা হয়েছে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম