সংবাদ শিরোনাম
NL24 News
২৮ মার্চ, ২০২৩, 10:32 AM
সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত
সৌদি আরবের আসির প্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৯ জন। সোমবার দেশটির আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী বাসটি উল্টে আগুন ধরে গেলে এই দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে একটি সেতুর ওপর ব্রেক কাজ না করায় বাসটি উল্টে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায়। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের জাতীয়তা জানা যায়নি। -সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস
সম্পর্কিত