ঢাকা ১৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪ ৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৩,  12:50 PM

news image

তারুণ্যের সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকা লোকারণ্য হয়ে গেছে। জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার (২০ জুলাই) সমাবেশের অনুমতি দেওয়ার পর রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা আসতে থাকেন। বিশেষ করে শুক্রবার রাত থেকে ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। এসব নেতাকর্মীরা মাঠেই রাত কাটিয়েছেন। তবে, শনিবার সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন। ঘণ্টা দুয়েক না যেতেই সোহরাওয়ার্দী উদ্যান লোকারণ্য হয়ে ওঠে। তারুণ্য সমাবেশে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন ভোটার আর তরুণদের কাছে টানতে জুন মাসের প্রথমদিকে বিএনপি ‘তারুণ্য সমাবেশে’র ঘোষণা দেয়। দলটির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এই সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করে দলটির নীতি নির্ধারণী ফোরাম। ঘোষণা অনুযায়ী ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশ করেছে দলটি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজকের সমাবেশের মাধ্যমে তারুণ্যের সমাবেশ শেষ হবে। বিএনপির একাধিক নেতা জানান, বর্তমান আওয়ামী লীগ সরকার টানা প্রায় ১৫ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। এই সময়ে প্রায় পৌনে ৫ কোটি নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ক্ষমতাসীনদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদও করতে পারেনি। তাই, এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়তে তরুণদের মাঝে দায়িত্ববোধ ও দেশপ্রেম তৈরির লক্ষ্যেই এসব সমাবেশ হচ্ছে। এদিকে, এই সমাবেশ থেকে বিএনপির নতুন কর্মসূচি আসবে বলে জানা গেছে। সেক্ষেত্রে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের কথা ভাবছে বিএনপি। দলটি আরও কিছুদিন গতানুগতিক কর্মসূচি দিতে চায়। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এবার বিএনপি ঢাকাকে টার্গেট করেই এগোচ্ছে। তাই যেকোনো পরিস্থিতিতে ঢাকা ঘেরাও বা অবরোধ করার প্রস্ততিও রয়েছে দলটির। ঢাকার বাইরে নেতাকর্মীদেরও রাজধানীতে অবস্থান নিয়ে আন্দোলন করা লাগতে পারে বলে দলটি এরইমধ্যে বার্তা দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম