ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট, ২০২৫,  10:45 AM

news image

ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পথ অনুসরণ করে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই স্বীকৃতি কার্যকর হবে তখনই, যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসকে ভবিষ্যতের রাষ্ট্রীয় কাঠামো থেকে সরিয়ে রাখার বিষয়ে প্রতিশ্রুতি দেবে। তার ভাষায়, গাজা সংকট সমাধান ও মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র মানবিক ও কার্যকর পথ। ইসরায়েল অবশ্য অস্ট্রেলিয়ার এই ঘোষণাকে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো’ সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে। তারা বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হামাসের মতো গোষ্ঠীগুলোর অবস্থানকে বৈধতা দেওয়া। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এই স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনেরই প্রতিফলন। সূত্র : এএফপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম