সুনামগঞ্জে হাউসবোটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১২ পর্যটক
নিজস্ব প্রতিনিধি
৩১ মে, ২০২৫, 11:08 AM

নিজস্ব প্রতিনিধি
৩১ মে, ২০২৫, 11:08 AM

সুনামগঞ্জে হাউসবোটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১২ পর্যটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেক সংলগ্ন এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউসবোটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সঙ্গে সঙ্গে হাউসবোটে থাকা ১২ জন পর্যটক পাশের একটি নৌকায় আশ্রয় নিয়ে রক্ষা পেয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাহবার নামের হাউসবোটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় রাহবার হাউসবোটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বোটের পেছনের অংশে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় বোটে থাকা ১২ জন পর্যটক দ্রুত পাশের একটি বোটে চলে যান। দ্রুত আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকার এক ঘণ্টা পর স্থানীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। আগুনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।