ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ইলিশের দাম বেশি থাকার কারণ জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত ১ সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি সেবা চালু করলেন পুলিশ সুপার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা বিশ্ববাজারে আরেক দফায় বাড়তে পারে স্বর্ণের দর, নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫ সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না: ড. আলী রীয়াজ ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থা গুরুতর

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  11:16 AM

news image

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ পুলিশ কর্মকর্তা, ফায়ার ফাইটারসহ ১৪ জনকে ভর্তি করা হয়েছে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। তাদের সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (৫ জুন) সন্ধ্যায় সীতাকুণ্ড থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাতজনকে বহনকারী সামরিক হেলিকপ্টার রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছায়। এদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসকর্মী। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানায় সামরিক বাহিনীর জনসংযোগ পরিদফতর। এরপর অ্যাম্বুলেন্সে করে আহতদের নেয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

দগ্ধদের অবস্থা গুরুতর বলে জানান ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন। এদিকে, রোববার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে যায়। পরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোমবার (৬ জুন) এ প্রতিষ্ঠানের একটি চিকিৎসক দল চট্টগ্রাম মেডিকেলে যাবে। সীতাকুণ্ডে আহত রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে এবং দিকনির্দেশনা দিতে ডা. সামন্তলাল সেনসহ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেদায়েত হোসেন ও সহকারী অধ্যাপক হোসেন ইমাম চট্টগ্রামে যাবেন। এদিকে অগ্নিকাণ্ডের ৩৬ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিপোতে আগুন জ্বলছিল, উঠছিল ধোঁয়া। অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা। সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম