সিইপিজেডে শ্রমিক সংঘর্ষ, দুই কারখানায় ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫, 4:46 PM
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫, 4:46 PM
সিইপিজেডে শ্রমিক সংঘর্ষ, দুই কারখানায় ছুটি ঘোষণা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফতানী প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সিইপিজেডে দুটি পোষাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। শনিবার সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা দুটিতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সংঘর্ষের এই ঘটনার পেছনে অন্য কিছু আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী। চট্টগ্রাম ইপিজেডে ’জেএমএস’ নামে পোষাক তৈরির কারখানার শ্রমিকরা গেল বুধবার বেতন ভাতা বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। এসময় পার্শ্ববর্তী ’মেরিনকো’ নামের অপর একটি কারখানার শ্রমিকরা আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠে। এই ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টার দিকে ’মেরিনকো’ নামের ওই পোষাক কারখানার শ্রমিকরা ’জেএসএস’ কারখানার শ্রমিকদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দু’পক্ষকে সরিয়ে দেয়। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে আহত হয় অন্তত ৩০ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর কারখানা দুটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকতা মেজর আরেফিন কবির। তিনি জানান, ঘটনার পেছনে অন্য কারো ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত। বড় ধরনের সংঘাত এড়াতে সেনা ও নৌবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীসদস্যদের ইপিজেড এলাকায় মোতায়েন করা হয়েছে।