ঢাকা ১১ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
সিইপিজেডে শ্রমিক সংঘর্ষ, দুই কারখানায় ছুটি ঘোষণা ‘মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে’ ৪৩ তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রাণ ফিরে পেয়েছে বাণিজ্য মেলা, স্টলে স্টলে ক্রেতা-দর্শনার্থীর ভিড় পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের বিদেশি নাগরিকত্বে নিষেধাজ্ঞার প্রস্তাব তামিমের অবসরে শান্তর আবেগঘন বার্তা শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা বিধান রঞ্জন বিদেশে টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে: প্রেস সচিব ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সুফিয়ান, সম্পাদক রাকিব অন্তর্বর্তী সরকার এখনও বাজারের সিন্ডিকেট দমন করতে পারেনি: রিজভী

সিইপিজেডে শ্রমিক সংঘর্ষ, দুই কারখানায় ছুটি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৫,  4:46 PM

news image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফতানী প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সিইপিজেডে দুটি পোষাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। শনিবার সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা দুটিতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।  সংঘর্ষের এই ঘটনার পেছনে অন্য কিছু আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।  চট্টগ্রাম ইপিজেডে ’জেএমএস’ নামে পোষাক তৈরির কারখানার শ্রমিকরা গেল বুধবার বেতন ভাতা বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। এসময় পার্শ্ববর্তী ’মেরিনকো’ নামের অপর একটি কারখানার শ্রমিকরা আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠে।  এই ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টার দিকে ’মেরিনকো’ নামের ওই পোষাক কারখানার শ্রমিকরা ’জেএসএস’ কারখানার শ্রমিকদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দু’পক্ষকে সরিয়ে দেয়। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে আহত হয় অন্তত ৩০ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর কারখানা দুটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকতা মেজর আরেফিন কবির। তিনি জানান, ঘটনার পেছনে অন্য কারো ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত। বড় ধরনের সংঘাত এড়াতে সেনা ও নৌবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীসদস্যদের ইপিজেড এলাকায় মোতায়েন করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম