
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, 2:43 PM
সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর
ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, ‘জুলাই আন্দোলনের সব স্টেকহোল্ডাররা ব্যক্তি স্বার্থে এক সুরে কথা বলতে পারছে না। যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তারা আবার নতুন করে বৈষম্য সৃষ্টি করছে।’ নব্বই দিনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলে অন্তর্বর্তী সরকার এখনো কেন নির্বাচনের আয়োজন করতে পারছে না, জানতে চান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে।’ ফ্যাসিবাদ আর মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইলে জনগণের জন্য রাজনীতি করতে হবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।