ঢাকা ২৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে ফুটপাত ও হকারমুক্ত করায় স্বস্তিতে লাখো শ্রমিক ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা ক্যাসিনো সম্রাটের সাজা ঘোষণা আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর বিপুল সংখ্যক জামিন দেওয়ায় হাইকোর্টের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা তলব ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই’

সাভার সিআরপিতে পালিত হয়েছে ১৬ তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস

#

২৮ অক্টোবর, ২০২৫,  11:56 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ (অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশান) এই স্লোগানকে ধারণ করে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হয়েছে ১৬ তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। গতকাল ২৭ শে অক্টোবর ২০২৫ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে জাতীয় পতাকা উত্তোলনসহ পায়রা উড়িয়ে সাভার সিআরপিতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শিমুলতলা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পূনরায় যথাস্থানে এসে শেষ হয়। এই র‍্যালি উদ্বোধন করেন সিআরপি'র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর। তিনি সকলকে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসের শুভেচ্ছা জানিয়ে দেশের সর্বোস্তরে পুনর্বাসন সেবা নিশ্চিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। বরাবরের মত এবারও বিশ্বের ১১১ টি দেশের সাথে বাংলাদেশে উদযাপন করা হয়েছে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস যা বাংলাদেশ অকুপেশনাল থেরাপি এসোসিয়েশন (বিওটিএ), বাংলাদেশ হেলথ্ প্রফেশন্স ইন্সটিটিউট (বিএইচপিআই) এর অকুপেশনাল থেরাপি বিভাগ এবং পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর একটি সম্মিলিত প্রয়াস। অকুপেশনাল থেরাপি পেশা এবং এর চিকিৎসা সেবা সম্পর্কে দেশব্যাপী প্রচারণা ও প্রসারই ছিল এই উদযাপনের মূল উদ্দেশ্য। এই লক্ষ্যে দেশব্যাপী অকুপেশনাল থেরাপি বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট, পোস্টার ও ব্যানার সহ বিভিন্ন প্রকাশনা বিতরণ করা হয়েছে। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অব বাংলাদেশ অকুপেশনাল থেরাপি এসোসিয়েশনের অধ্যাপক শেখ মনিরুজ্জামান, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অকুপেশনাল থেরাপি বিভাগের মো: তৌহিদুল ইসলাম, টিএমএসএস এর সহকারী নির্বা হী পরিচালক মতিউর রহমান। এছাড়াও এই র‍্যালিতে বিওটিএ এর সদস্যবৃন্দ, অকুপেশনাল থেরাপি ছাত্র-ছাত্রী ও পেশাজীবী, ডাক্তার, নার্স, সমাজকর্মী, বিভিন্ন পুনর্বাসন প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। নেটওয়ার্কিং ইভেন্ট উদ্বোধন করেন এবং সকাল ১১.০০ ঘটিকায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিআরপি'র প্রধান কার্যালয় সাভার ছাড়াও বাংলাদেশের ১৩টি শাখায় সাফল্যের সঙ্গে উদযাপিত হয় দিবসটি। সেইসাথে বিভিন্ন সরকারি হাসপাতাল যেমন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, জাতীয় ট্রমাটোলজি এবং অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অকুপেশনাল থেরাপি দিবস উৎযাপিত হয়েছে। বিভাগীয় পর্যায়ে বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অটিজম, স্ট্রোকে আক্রান্ত, শারীরিক, সাভারে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অকুপেশনাল থেরাপি কোর্স চালু করা, সরকারি পর্যায়ে অকুপেশনাল থেরাপিষ্টদের ১ম শ্রেণিতে পদায়ন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়ন থেকে শুরু করে স্বাস্থ্যখাতে অকুপেশনাল থেরাপি অন্তর্ভুক্তিসহ নানা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম