ঢাকা ২৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাঁধ ভেঙে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যস্ত যুক্তরাষ্ট্র থেকে ২৫ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ ডেমরায় হেলে পড়ল বহুতল ভবন ড. ইউনূসের নামে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে যেসব নির্দেশনা দিলো মন্ত্রণালয় নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২

সাভারে বিএনপির সাবেক সংসদ ড.সালাউদ্দিন বাবুর মত বিনিময়

#

৩০ আগস্ট, ২০২৪,  4:05 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের নামে বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে সাভারের ব্যাংক কলোনি নিজ বাসায় বিএনপি’র কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাভারের সাবেক সাংসদ ডা: দেওয়ান সালাউদ্দিন বাবু এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন গত জুলাই মাসে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে পতিত শেখ হাসিনা সরকার তাদের উপর অত্যাচার নির্যাতন চালায়। তার ধারাবাহিকতায় ৫ আগষ্ট হাসিনা সরকারের পতন হয়। এ আন্দোলনে সাভার আশুলিয়ায় যত নিহত হয়েছে সে জন্য সাভার ও আশুলিয়ার থানায় এখন পর্যন্ত প্রায় ১৪ টি মামলা হয়েছে। এসকল মামলায় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত নাম এসেছে। যা একে বারেই কাম্য নয়। তাই মামলা করার সময় সকলকে সতর্ক থাকতে হবে। নির্দোষ কোন ব্যক্তির নামে যেন মামলা না হয়। ভুক্তভোগীর পরিবার ছাড়া কাউকে মামলা করতে উৎসাহিত না করতেও তিনি অনুরোধ করেন। তাছাড়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পদত্যাগে ছাত্ররা চাপ দিয়ে যাচ্ছে। এ সকল ঘটনায় সকলকে সচেতন থাকার জন্য বলেছেন। নিহতের ঘটনা দুঃখজনক হলেও শেখ হাসিনা সরকারের পদত্যাগের আন্দোলনে যারা শহিদ হয়েছেন। তাদের স্মরণে বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করা জন্য তিনি আহ্বান জানান। সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ডা: সালাউদ্দিন বাবুর এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান (ভিপি) বদির সহ আরো অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম