ঢাকা ১৬ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
দুই সপ্তাহের মধ্যে চাউলের দাম সহনীয় হবে : বাণিজ্য উপদেষ্টা সাভারে পৃথক ঘটনায় ৩ ছিনতাইকারী ও মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৬ বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ১৮৯ টাকা নির্ধারণ হজযাত্রীদের জন্য ‘সৌদি পারমিট’ নিয়ে নতুন নির্দেশনা সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসছে ভারত আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা যাবে: আলী রীয়াজ শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে’ ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা

সাভারে পৃথক ঘটনায় ৩ ছিনতাইকারী ও মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৬

#

১৫ এপ্রিল, ২০২৫,  5:56 PM

news image

ফয়জুল ইসলামঃ  ঢাকার সাভারে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারী ও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গাজা, ইয়াবা ট্যাবলেট ও ছিনতাই কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেন ঢাকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।  সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, সাভার মডেল থানা এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালানার সময় ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন স্ট্যান্ডের ঢাকামুখী লেনে ইতিহাস পরিবহনের একটি বাস তল্লাশীর সময় এক ব্যক্তি বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে দেহ তল্লাশী চালিয়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া রাতে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ী এবং সাভারের রেডিও কলোনী বাসষ্ট্যান্ড থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।  গ্রেপ্তারকৃতরা হলো- গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালী জেলার দশমিনা থানার কাটাখালি গ্রামের মোঃ আবুল হাওলাদারের মাদক ব্যবসায়ী মোঃ সুমন (২৫), ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পূর্বপাড়া মহল্লার মৃত গনি কাজীর ছেলে মোঃ সুলতান কাজী (৫২), বড়দেশী পশ্চিমপাড়া মহল্লার মৃত আকবর আলীর মেয়ে মনিরা খাতুন (৪১), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভাটিরচর গ্রামের ইউনুস রহমানের ছেলে ইউসুফ রহমান (২০), ঢাকা জেলর সাভার পৌরসভার বিনোদবাইদ মহল্লার মৃত মিরাজ হোসেনের ছেলে আনান হোসেন (২১) এবং আড়াপাড়া মহল্লার মৃত কৃষ্ণ সূত্রধরের ছেলে দ্বীপক সূত্রধর (২৪)। পুলিশের পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাভার মডেল থানা এলাকায় চেক পোস্ট ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইতিহাস পরিবহন নামক একটি বাসে (ঢাকা মেট্রো-ব, ১৫-৬৮৭৩) তল্লাশীর সময় একজন ব্যক্তি পুলিশ দেখে বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ব্যাংক টাউন ফুট ওভার ব্রীজের পাশে অবস্থিত আব্দুর রহিম খালাসীর চায়ের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ আবুল হাওলাদারের মোঃ সুমনকে গ্রেপ্তার করা হয়। এসময় দেহ তল্লাশি করে তার সাথে থাকা কালো পলিথিন দ্বারা মোড়ানো ২০টি নীল প্যাকেটের মধ্যে রক্ষিত কমলা রংয়ের চার হাজার পিস ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন চারশত গ্রাম এবং মূল্য অনুমানিক বার লক্ষ টাকা।  অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনার সময় সোমবার রাত সোয়া ৮ টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশী পূর্বপাড়া মহল্লায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মৃত গনি কাজীর ছেলে মোঃ সুলতান কাজী (৫২) ও বড়দেশী পশ্চিমপাড়া মহল্লার মৃত আকবর আলীর মেয়ে মনিরা খাতুন (৪১) গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদক দ্রব্য গাজা ক্রয় করে এনে আমিনবাজার বড়দেশী পূর্বপাড়া এলাকায় বিক্রয় করে আসছে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী বাসস্ট্যান্ড সংলগ্ন জমজম সুইটস দোকানের সামনে থেকে ইউসুফ রহমান, আনান হোসেন এবং দ্বীপক সূত্রধর নামে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন , সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, পুলিশ পরিদর্শক আশিক ইসবাল ও হেলাল উদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম