ঢাকা ১৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৬০ রাজধানীতে ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় চাপাতিসহ গ্রেপ্তার ৩ ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে ফের আপিল শুনানি ২৪ জুলাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৩ বিলিয়ন ডলার গোপালগঞ্জে চলছে যৌথবাহিনীর অভিযানে আটক ২০ আমরা আবারো গোপালগঞ্জে যাবো: নাহিদ ইসলাম

সাভারে চাঁদাবাজদের থেকে মার্কেট রক্ষার দাবিতে দৃষ্টি প্রতিবন্ধীদের মানববন্ধন

#

২৮ জুন, ২০২৫,  3:09 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মালিকানাধীন এনএফভিআই শপিং কমপ্লেক্সকে (অন্ধ মার্কেট) সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী নারী-পুরুষ। এসময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে চাঁদাবাজ, সন্ত্রাসী ও অবৈধ দোকান দখল মুক্ত করার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। শনিবার দুপুরে সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।

আইয়ুব আলী হাওলাদার বলেন, পতিত সরকারের সময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ট সহযোগী দুর্ধর্ষ চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ মার্কেটের দোকান দখলকারী ও চাঁদাবাজ নজরুল ইসলাম ওরফে মুরগি নজরুলের নেতৃত্বে সন্ত্রাসী হেলাল ওরফে মুরগি হেলাল, সোহেল ওরফে ল্যাংড়া সোহেল, মাহবুবুল হাসান খোরশেদ ওরফে মুরগি খোরশেদ, আনোয়ার হোসেন ওরফে ফটকা আনোয়ার, রিপন ওরফে কাইল্লা রিপন, বেলাল উদ্দিন মনাসহ তাদের সহযোগী অজ্ঞাত ২০/২৫ জন কতিপয় চাঁদাবাজ বিভিন্ন সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এনএফডিআই শপিং কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে চাঁদা আদায়, মার্কেটে দোকান দখল এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে।

তিনি আরো বলেন, ৫ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের পতন হলে দুষ্কৃতিকারীরা কিছুদিন নীরব থেকে খোলস পাল্টে আবারো সন্ত্রাসী কার্যক্রমে মেতে উঠেছে। তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের নাম ভাঙিয়ে চাঁদাদাবি, ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসিয়ে দেওয়াসহ অবৈধভাবে এনএফভিআই শপিং কমপ্লেক্সের দোকান লিখে দিতে চাপ প্রয়োগ এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তা ও কর্মচারী এবং সহযোগী সদস্যদের জীবননাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। 

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মালিকানাধীন এনএফভিআই শপিং কমপ্লেক্সের ইনচার্য আব্দুর রহিম বলেন, পবিত্র ঈদুল আযহার ৩ দিন পূর্বে নজরুল ইসলাম ওরফে মুরগী নজরুলের নেতৃত্বে এই সন্ত্রাসী চক্রটি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এনএফভিআই শপিং কমপ্লেক্সের অফিসে এসে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ঈদুল আযহা শেষে চতুর্থ দিনের মাথায় চাঁদা দাবিকারীরা মার্কেটে সশস্ত্র মহড়া দেয় এবং চাঁদা পরিশোধ না করলে গুলি করে হত্যা করবে মর্মে হুমকি দেয়। এরপর গত ২৩ জুন রাত ১১ টায় মার্কেটের সামনে পূর্বপরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালায়। তাদের এমন সন্ত্রাসী কর্মকান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সহযোগী সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায় সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনসহ আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

প্রসঙ্গতঃ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মালিকানাধীন এনএফভিআই শপিং কমপ্লেক্স মার্কেটের জমিদারি ভাড়ার টাকা সারা বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, পূর্ণবাসনের জন্য সেলাই মেশিন প্রদান, গৃহনির্মাণের জন্য ঢেউটিন প্রদান, জি. আর, চাল বিতরণ, কম্বল বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, বয়স্ক ভাতা প্রদান, আর্থিক সাহায্য প্রদান, ক্ষুদ্র ব্যবসা, বিবাহ, চিকিৎসা, দাফন-কাফনে সাহায্য প্রদান, প্রদানসহ দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম