ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

সাভারের রোহান হত্যা মামলার বিচার না হওয়ায় তিন বছর পর সিআইডিতে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  2:15 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারে পুলিশের নানা নাটকীযতার পর অবশেষে আদালতের নির্দেশে সাভারের আলোচিত শিক্ষার্থী রোহান হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর সাভারের দশম শ্রেণির ছাত্র রোহানুল ইসলাম রোহান (১৯) হত্যাকাণ্ডের দীর্ঘ ৩ বছর পেরিয়ে গেলেও এখনো কোনো ক্লু উদঘাটন হয়নি। ছেলে হত্যার বিচার চেয়ে আদালতের বিভিন্ন বারান্দায় ঘুরতে ঘুরতে অবশেষে সিআইডির কাছে মামলা হস্তান্তর করলেন আদালত। রোহানের বাবা সোবাহান মিয়া বলেন, আমার ছেলের হত্যাকাণ্ডে তিন বছর পেরিয়ে গেলেও বিচার পেলাম না। কয়েকজনকে আটক করা হলেও প্রধান আসামি তাকে আটক করা হয়নি। এই হত্যাকাণ্ডের সাথে একটি মেয়ে জড়িত ছিলেন তাকে কেন আইনের আওতায় আনা হলো না। আর যারা আটক হয়েছে তারা জামিনে প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। আমার ছেলেকে কি কারনে হত্যা করা হয়েছে আজও এর কোন ক্লু পেলাম না। এর পরিপ্রেক্ষিতে আমি মামলা তদন্তের জন্য আদালতে আবেদন করি পিবিআই ও সিআইডির কাছে হস্তান্তর করার হক। আজ সিআইডির কাছে মামলা হস্তান্তর করেছেন। আমি ও আমার পরিবার এই মামলায় তদন্ত ও আমার ছেলের প্রকৃত খুনিদের বের করার জন্য তদন্তকারী সংস্থা সিআইডি বরাবর আশা করছি দ্রুতই সঠিক ভাবে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে । সোবাহান মিয়া আরও বলেন,রোহানের শূন্যতা কিছুতে পূরণ হবেনা। রোহানের শোকে আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় আমার ছেলে রোহান হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যকর হয়নি। আমাদের ছেলে হত্যার বিচার কার্যকর হলে হয়তো কিছুটা আমরা সান্তনা পাবো।
উল্লেখ্য, ২০২১ সালের ০৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় মুড়ি মটকা রেস্তোরার সামনে রোহানুর ইসলাম রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয় ও সিয়ামসহ আরও ২০-২৫ জন তরুণ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সোবাহান ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোন বিচার পাইনি নিহতের পরিবার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম