
বিনোদন ডেস্ক
০১ নভেম্বর, ২০২১, 11:47 AM

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন আজ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন আজ। সৌন্দর্যে ও অভিনয়গুণে কয়েক দশক ধরে তিনি মুগ্ধ করে রেখেছেন কোটি দর্শক। ৪৮তম জন্মদিনে টুইটারে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন সাবেক বিশ্বসুন্দরী। খবর টাইমস অব ইন্ডিয়ার। ৩১ অক্টোবর রাত ১২টা বাজতেই ভক্তরা ঐশ্বরিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন। এর পর থেকে #ঐশ্বরিয়ারায়বচ্চন এবং #শুভজন্মদিনঐশ্বরিয়ারায় মাইক্রোব্লগিং সাইটটিতে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।
— Aishpika❣ (@kiyanakweek) November 1, 2021
১৯৭৩ সালের আজকের এই দিনে মঙ্গালোরের কর্নাটকে জন্মগ্রহণ করেন বলিউডের এ অভিনেত্রী। তার মাতৃভাষা তুলু হলেও হিন্দি, ইংরেজি, মারাঠি এবং তামিল ভাষায় সাবলীলভাবেই কথা বলতে পারেন তিনি। ১৯৯৪ সালে ভারতের প্রতিযোগী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন।
— Akashatha Adiga (@AkashathaA) November 1, 2021
এর পর ১৯৯৭ সালে ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে ঐশ্বরিয়া সবার নজর কাড়েন ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'হাম দিল দে চুকে সনম' ছবিতে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।
Wishing a happy birthday to the beautiful and talented actress,Aishwarya Rai❤️
#HappyBirthdayAishwaryaRai pic.twitter.com/G0nV7rIhgh
— Krishnan (@Krishnan_Master) November 1, 2021
২০০২ সালে সঞ্জয় লীলার পরবর্তী ছবি 'দেবদাস'-এ তিনি পার্বতী চরিত্রে অভিনয় করেন। যার জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান। ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। তাদের সংসার আলো করে রেখেছেন আরাধ্যা নামে এক কন্যাসন্তান।