ঢাকা ১৪ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার মিটফোর্ডের ঘটনা নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টাও হতে পারে: মির্জা ফখরুল রাজধানীতে আবারও প্রকাশ্যে হত্যার চেষ্টা, এবার রুখে দাঁড়াল জনতা হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে নতুন পরিকল্পনা খুলনায় পুলিশ পরিচয়ে তুলে নিয়ে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক উদ্ধার সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সিরিয়ায় গোষ্ঠীগত সংঘর্ষে নিহত ৩০, আহত শতাধিক গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আজ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাপাহারে সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে আ'লীগের ৬ নেতা স্থায়ী বহিষ্কার

#

২৩ ডিসেম্বর, ২০২১,  2:18 PM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার ৬ জন আওয়ামী লীগ নেতাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে (২৩ ডিসেম্বর) সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুদ রেজা শারোওয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে সাপাহার সদর ইউনিয়নের দুইজন, শিরন্টি ইউনিয়নের দুইজন, আইহাই ইউনিয়নের একজন ও পাতাড়ী ইউনিয়নের একজন রয়েছেন।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সাপাহার সদর ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সরকার, শিরন্টি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম (আলতাব) মাস্টার, আইহাই ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়ারুজ্জামান টিটু মাস্টার, পাতাড়ী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মুকুল আমিন ও শিরন্টি ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সদস্য আনোয়ারুল হক শাহ্ চৌধুরী। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, ২২ ডিসেম্বর ২০২১ খ্রিঃ রোজ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ সাপাহার উপজেলা শাখার জরুরী সভার ২ নং সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান ও গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের কারনে বর্ণিত নেতৃবৃন্দকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো। এবিষয়ে জানতে চাইলে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা শারোওয়ার বলেন, বহিষ্কৃতরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম