ঢাকা ০১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচনের ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযান, একনলা বন্দুক ও কার্তুজ জব্দ বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয় : মির্জা ফখরুল ‎জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম: প্রেস সচিব মাইলস্টোন ট্র্যাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৩ জন ফরিদপুরে ইজিবাইকচালককে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে জরুরি নির্দেশনা মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা শিবির নেতা সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না : নাহিদ ইসলাম

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মদ, শাড়ি ও ওষুধসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল জব্দ

#

৩১ জুলাই, ২০২৫,  11:02 AM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ি, ওষুধ ও প্রসাধনীসহ প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি’র সদস্যরা অংশ নেন। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, সুলতানপুর, কুশখালী ও চান্দুরিয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদর কর্তৃক পৃথক পৃথক অভিযানে ভারতীয় ৩৪ বোতল মদসহ মোট ৫,৮৬,৯০০ (পাঁচ লক্ষ ছিয়াশি হাজার নয়শত) টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। অভিযানে গোয়ালপাড়া, তেতুলবাড়ি, শ্মশ্বান ঘাট, চান্দা আমবাগান, তালসারি, মুজুরদারের খাল, ঘোষপাড়া ও মন্দির রোড এলাকা থেকে ভারতীয় বিভিন্ন পণ্যের মধ্যে মদ, শাড়ি, ক্রিম, ওষুধ ও বোরকা জব্দ করা হয়।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আনা হচ্ছিল। জব্দকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরীভুক্ত করে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য পণ্য সাতক্ষীরা কাস্টমস-এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়, ভারতীয় চোরাচালানী পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করায় দেশীয় শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।


একইসাথে মাদক দ্রব্য তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। সীমান্তে বিজিবির চলমান এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, এসব উদ্যোগ সীমান্ত নিরাপত্তা ও সমাজ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এসব অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য বিজিবিকে অনুরোধ জানান। বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি গণমাধ্যমকে জানান, “দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং রাজস্ব ফাঁকি রোধে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান চলবে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম