ঢাকা ২৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এখনো পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

সাতক্ষীরায় সাইবার পুলিশের সাফল্য: তিন মাসে উদ্ধার ১০৮ টি মোবাইল ও সাড়ে তিন লাখ টাকা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৫,  3:33 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে হারানো ১০৮টি মোবাইল ফোন এবং বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীর মোট ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার জগতে সংঘটিত অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত তিন মাসে হারানো মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, সাইবার টিমের দক্ষ সদস্যরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতারক চক্রকে শনাক্ত করে মোবাইল ও টাকা উদ্ধার করেছেন এবং তা যথাযথ মালিকের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি একাউন্ট পুনরুদ্ধার এবং হয়রানির শিকার ৮ জন নারীকে পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের পর থেকে এখন পর্যন্ত তারা মোট ১,৫৪৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা। পাশাপাশি ৪৩ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার পর উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট ফেরত দেওয়া হয়েছে। সাতক্ষীরায় সাইবার পুলিশের এ ধারাবাহিক সাফল্য সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করেছে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম