ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

সাতক্ষীরায় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মানববন্ধন

#

১৯ আগস্ট, ২০২৫,  12:16 PM

news image

২৪ ঘণ্টার আলটিমেটাম, গ্রেপ্তার না হলে থানাঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমানকে বিদ্যালয়ে ঢুকে পিটিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত বিএনপি–ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের ফটকে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।  মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। বক্তারা বলেন, এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে শিক্ষার্থীরা থানাঘেরাও কর্মসূচি পালন করবে। উল্লেখ্য, রোববার সকালে স্কুলে ঢুকে লোহার রড, লাঠি ও পাইপ দিয়ে শিক্ষক শফিকুল ইসলামকে পিটিয়ে জনসম্মুখে টেনে নিয়ে লাঞ্ছিত করেন স্থানীয় বিএনপি–ছাত্রদল নেতারা। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে  সদর থানায় এজাহার দায়ের করেন। এজাহারে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, বল্লী ইউনিয়ন  বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু,  বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজারুজ্জামান মুকুল, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, বল্লী নতুন বাজার কমিটির সভাপতি ডা. অলিউর রহমান, সিটি কলেজের গণিত প্রভাষক শামসুর রহমান, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রশনি আক্তার ও নবম শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তার প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম