সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
০৫ অক্টোবর, ২০২৫, 2:03 PM
NL24 News
০৫ অক্টোবর, ২০২৫, 2:03 PM
সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনি: নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে সাতক্ষীরায়। রোববার (০৫ অক্টোবর ) সকাল দশটায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরায় আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ মোকবুল হোসেন। প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বক্তব্যে পুলিশ সুপার বলেন, “জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে দায়িত্ববোধ ও দক্ষতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও জনসম্পৃক্ততা বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করবেন। জনগণের আস্থা অর্জন করাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও বৃদ্ধি করবে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যবৃন্দ।