
NL24 News
০৩ আগস্ট, ২০২৫, 12:21 PM

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ডিজিটাল আর্কাইভ ও গ্রাফিতি উদ্বোধন
মনিরুজ্জামান মনি : জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় সাতক্ষীরায় উদ্বোধন করা হলো “sada” (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর্কাইভ) নামের একটি ইন্টারেকটিভ ডিজিটাল আর্কাইভ ও গ্রাফিতি ইনস্টলেশন। শহরের গুরুত্বপূর্ণ এক প্রাচীরজুড়ে ১১৫০ স্কয়ার ফিটের এই গ্রাফিতিতে আঁকা হয়েছে ঐতিহাসিক জুলাই আন্দোলনের চিত্র। বিশেষত্ব হলো, গ্রাফিতিতে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করলেই দর্শনার্থীরা সরাসরি চলে যেতে পারবেন sada ওয়েবসাইটে—যেখানে সংরক্ষিত আছে আন্দোলনের স্মারকচিত্র, দলিল, সাক্ষাৎকার ও ঘটনাপঞ্জি। রোববার (০৩ আগষ্ট) সকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ গ্রাফিতিটি উদ্বোধন করেন। তিনি নিজেই কিউআর কোড স্ক্যান করে আর্কাইভের বিশেষ একটি ভিডিও দেখেন, যেখানে শহীদ আবু সাইদের রক্তাক্ত মৃত্যু, মুগ্ধকে পানি দেওয়ার মর্মান্তিক মুহূর্ত, সাজওয়া যান থেকে ইয়ামিনকে ফেলে দেওয়ার বিভৎসতা এবং আন্দোলনের সূচনা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা চিত্রায়িত। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং “জুলাই যোদ্ধারা” উপস্থিত ছিলেন। বাস্তবায়নে সহযোগিতা করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। এই ব্যতিক্রমী উদ্যোগের আইডিয়া প্রদান করেন আরাফাত হোসাইন।