ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

#

০৯ আগস্ট, ২০২৫,  2:21 PM

news image

মনিরুজ্জামান মনি : দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম রফিক, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য গোলাম সরোয়ার, নির্বাহী সদস্য আমিরুজ্জামান বাবু, নির্বাহী সদস্য মুহা: জিল্লুর রহমান, খবরপত্রের জেলা প্রতিনিধি মো: রবিউল ইসলাম, দৈনিক রুপবানীর সাতক্ষীরা প্রতিনিধি এম ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ আলম, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেন। অথচ যার বিপক্ষে যায় তখন সাংবাদিককে আক্রমণ করা হয়।  বক্তরা বলেন, আজ যদি সাগর-রুনী হত্যাকাÐের বিচার হতো তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না। বর্তমান সরকার ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাংবাদিকরা ও অনিরাপদ হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। অনতিবিলম্বে দেশের সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের  গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম