সরাইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
নিজস্ব প্রতিনিধি
০৮ এপ্রিল, ২০২৫, 12:17 PM
নিজস্ব প্রতিনিধি
০৮ এপ্রিল, ২০২৫, 12:17 PM
সরাইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। ওসি রফিকুল হাসান বলেন, তেরকান্দা গ্রামে দু’পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছিল। এ নিয়ে এর আগে সালিশি বৈঠকও হয়েছিল। পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার সকালে দু’পক্ষ ফের সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানান ওসি। বিস্তারিত আসছে....