ঢাকা ২৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশে এসেছে জেবুও বিমানবন্দর থেকে ৩০০ ফিট যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন, ফুলের মালা দিয়ে বরণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান কাঁধে ধান নিয়ে সারারাত নেতার জন্য অপেক্ষা ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হাড় কাঁপানো শীতে কাবু উত্তরের জনজীবন ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার ‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

সরকারের ফাঁদ এড়িয়ে যাচ্ছে বিএনপি: খন্দকার মোশাররফ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  2:24 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শান্তি সমাবেশের নামে জনগণকে ভয় দেখানোর পাশাপাশি হামলা চালিয়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীনরা। কিন্তু সরকারের ফাঁদে পা না দিয়ে তারা তা সুকৌশলে এড়িয়ে যাচ্ছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপিকে হেয় করে বেশ কয়েকটি চ্যানেলের মাধ্যমে ভুয়া নিউজ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু জনগণ আশা করে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে পাল্টা কর্মসূচি দেয়া থেকে বিরত থাকবে তারা।’   নিজেদের দুর্বলতা ঢাকতে সরকার পাল্টা কর্মসূচি দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনে ভীত হয়ে আবোল-তাবোল বকছে ক্ষমতাসীনরা।’রাজপথ বিএনপির দখলে আছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘জনগণ ক্ষতিগ্রস্ত; তাই আমরা রাস্তায় নেমেছি। আর আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে লোক হাসাচ্ছে। ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচি দেয়া তাদের অসহায়ত্বেরই প্রমাণ। তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলেই এসব করছে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম