সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকির অভিযোগ কিশোর গ্যাং লিডার রাজুর বিরুদ্ধে
০১ নভেম্বর, ২০২৫, 11:26 AM
NL24 News
০১ নভেম্বর, ২০২৫, 11:26 AM
সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকির অভিযোগ কিশোর গ্যাং লিডার রাজুর বিরুদ্ধে
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং লিডার রাজু (২৭)-এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী মো. জনির স্ত্রী গত বুধবার সকালে সন্তানদের নিয়ে মক্তব থেকে ফেরার পথে রাজু ও তার সহযোগীরা পথরোধ করে অশালীন মন্তব্য করতে থাকে। একপর্যায়ে রাজু প্রকাশ্যে ওই নারীকে ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ সংক্রান্ত একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, রাজু দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাং দলের নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্বাধীন দলটি মাদক সেবন, বেপরোয়া মোটরসাইকেল চালনা, উত্যক্তকরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। স্থানীয়দের দাবি, রাজুর বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সে বারবার বিচার এড়িয়ে গেছে। ভুক্তভোগী নারীর পরিবার জানায়, কয়েক মাস আগে রাজুর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত ওয়ারেন্ট জারি করলে রাজু ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে ধর্ষণের হুমকি দেয়। ভুক্তভোগী নারীর এক স্বজন বলেন, “আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। রাজু ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নাহলে এলাকায় মেয়েরা আর নিরাপদ থাকবে না।” এ ঘটনায় ভুক্তভোগী নারী গতকাল শুক্রবার সন্দ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আলম চৌধুরী বলেন,“অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় সচেতন মহল মনে করছে, কিশোর গ্যাং সংস্কৃতি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতা জরুরি, না হলে এমন অপরাধ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।