ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন

#

২২ নভেম্বর, ২০২৫,  4:18 PM

news image

সন্দ্বীপ (চট্টগ্রাম)  প্রতিনিধি : চট্টগ্রামের দ্বীপউপজেলা সন্দ্বীপের জেগে ওঠা নতুন চরে এবার রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বহুদিন অনাবাদি পড়ে থাকা এসব চরাঞ্চলে গত দুই বছর ধরে কৃষিকাজ শুরু হলেও চলতি মৌসুমে সবচেয়ে বেশি পরিমাণে আমন ও রাজাশাইল ধান চাষ হয়েছে। ফলে কৃষকের মুখে ফিরেছে হাসি, জমিতে নেমেছে যেন উৎসবের আমেজ। উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর ভাটা-জোড়া, সবুজ চর, ডোবার চরসহ বিভিন্ন নতুন চরে প্রায় ৩,০০০ হেক্টরের বেশি জমিতে আমন ও রাজাশাইল ধানের চাষ হয়েছে। মাঠ পর্যায়ের হিসাব অনুযায়ী, প্রতি হেক্টরে প্রায় ২.৫০ মেট্রিক টন করে ফলন পাওয়া যাচ্ছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কৃষি অফিস সূত্রে জানা যায়,

চরাঞ্চলের উর্বর পলিমাটি, অনুকূল আবহাওয়া, রোগ–বালাই কম হওয়া এবং সঠিক সময়ে কৃষি পরামর্শ পৌঁছে দেওয়ার কারণে উৎপাদন বেড়েছে। অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ ছাড়াই জমিতে প্রাকৃতিক উর্বরতা বজায় থাকায় কৃষকের খরচও কমেছে। স্থানীয় কৃষকেরা জানান, শুষ্ক মৌসুমে নতুন চর জেগে ওঠার পর জমি প্রস্তুত করতে বেশি খরচ হয়নি। মৌসুমের শুরুতেই বীজতলা তৈরি ও সঠিক সেচব্যবস্থার কারণে এবার ধানের শীষ পরিপূর্ণ হয়েছে। বাজারদর ভালো থাকলে গত বছরের তুলনায় লাভ দ্বিগুণ হওয়ার আশা করছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মারুফ হোসেন সরেজমিন পরিদর্শন শেষে বলেন,

“চরাঞ্চলের কৃষিকে কেন্দ্র করে সন্দ্বীপে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সোনালী ধান কাটায় এখন কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। আগামী বছর উৎপাদন আরও বাড়বে বলে আমরা আশা করছি।” এ ছাড়া স্বর্ণদ্বীপের জাহাইজ্জা চরে তরমুজ, মরিচ, বাদামসহ বিভিন্ন রবি ফসলের চাষও শুরু হয়েছে। ধান কাটার পর এসব জমিতে কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় ডাল ও সরিষাসহ বিভিন্ন রবি ফসল রোপণের কার্যক্রম নেওয়া হয়েছে। চরাঞ্চলে এখন ধান কাটার উৎসব চলছে। কৃষকেরা মনে করছেন—এই বিপুল কৃষি সম্ভাবনা কাজে লাগাতে পারলে সন্দ্বীপ খুব শিগগিরই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম