ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
নওগাঁ সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছে, বলার পরও বাদ দেয়া হয়নি: সালাহউদ্দিন আসামিদের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সড়ক বিভাজনে থাকা অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন ইউএনও দিচ্ছেন চিকিৎসাসেবা বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেন প্রধান উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

সড়ক বিভাজনে থাকা অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন ইউএনও দিচ্ছেন চিকিৎসাসেবা

#

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  2:07 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: মহাসড়কের বিভাজনে পলিথিনের তাবুর নিচে বসবাসকারী সত্তরোর্ধ্ব বয়সের অজ্ঞাত পরিচয়ের অসুস্থ এক বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। ওই বৃদ্ধ কুমিল্লার চান্দিনা অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজনে তীব্র শীতের মধ্যে প্রায় ৪ মাস বসবাস করছিলেন। একদিকে মারাত্নাক অসুস্থ অন্যদিকে বয়সের ভাড়ে ঠিকমত সোজা হয়ে দাঁড়িয়ে হাটা-চলা থাক দূরের কথা ঠিকমতো কথাও বলতে পারছেন তিনি। দীর্ঘদিন যাবৎ গোসল না থাকা অবস্থায় খাওয়া-দাওয়া, মল-মূত্র একই জায়গায় করতেন। যার ফলে তাঁর শরীর থেকে ছড়াচ্ছে প্রচুর দূর্গন্ধ। পথচারীদের দেয়া খাবার খেয়ে কোনো রকমে বেঁচে থাকা সত্তরোর্ধ্ব অসহায় অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজিয়া হোসেন। এর আগে জাতীয় দৈনিক মুক্তখবর ও কুমিল্লার স্থানীয় দৈনিক রুপসী বাংলা পত্রিকায় এমন তথ্য ভিত্তিক সংবাদটি প্রকাশিত হলে নজরে আসে প্রশাসনের। পরে সেই সংবাদের সূত্র ধরে গত রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে মানবিক দৃষ্টিকোণ থেকে বৃদ্ধ লোকটিকে এ্যাম্বুলেন্স যোগে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে বৃদ্ধের সেবা-শুশ্রূষা'র  দায়িত্ব নিয়ে তাকে দেখতে ও চিকিৎসা সেবার খোঁজখবর নিতে প্রতিনিয়ত হাসপাতালে যোগাযোগ করছেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার দু’দিন পর মঙ্গলবার বৃদ্ধকে দেখতে ও চিকিৎসা সেবার খোঁজখবর নিতে পুনঃরায় হাসপাতালে আসেন ইউএনও নাজিয়া হোসেন। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডে শুয়ে আছেন বৃদ্ধ। কিছুটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। তবে বর্তমানে কিছুটা কথা বলতে পারছেন। অসহায় বৃদ্ধের সার্বিক সহযোগিতা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মীরা। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান- মহাসড়কের বিভাজন থেকে অসুস্থ অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন (ইউএনও) ভর্তি করানোর পর ওই রোগীর সঙ্গে সার্বক্ষণিক থাকার কোনো লোক ছিল না। ওই বৃদ্ধকে ইউএনও স্যার এর রেফারেন্সে ভর্তি করানো হয়। তবে আমাদের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসা সেবার কোন কমতি নেই। বর্তমানে বৃদ্ধ লোকটি অনেকটাই সুস্থ্য। তিনি নানা বার্ধক্যজনিত রোগে  ভুগছিলেন। এবিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন বলেন- বৃদ্ধ লোকটির সার্বিক অবস্থা আগরে চেয়ে অনেকটাই ভালো। তাঁর চিকিৎসা চলছে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত সেবা দিচ্ছেন চিকিৎসকরা। যেহেতু তিনি আগের তুলানায় কিছুটা কথা বলতে পারছেন, আশা করি অল্প কিছু দিনের মধ্যেই সুস্থ্য হয়ে সম্পূর্ণভাবে কথা বলতে পারবেন। তিনি সুস্থ্য না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা চলবে। তাঁর পরিবারের সন্ধান নিশ্চিত করার চেষ্টা অব্যাহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম