ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

সকালে গরম পানি পানের ৭ উপকার

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৫,  10:49 AM

news image

সকালে ঘুম থেকে ওঠার পর হালকা গরম পানি পান করা স্বাস্থ্য রক্ষার একটি প্রাচীন ও অত্যন্ত কার্যকর অভ্যাস। এটি শরীরের ভেতরের নানা প্রক্রিয়া সচল রাখে এবং সারাদিনের কর্মশক্তি জোগায়। চলুন দেখে নেওয়া যাক, প্রতিদিন সকালে গরম পানি পানের ৭টি উপকার—

১. হজমশক্তি বাড়ায়

গরম পানি পাকস্থলীর পেশিকে শিথিল করে এবং খাবার হজমে সাহায্য করে। গ্যাস্ট্রিক, অম্বল বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে এটি খুব উপকারী।

২. টক্সিন দূর করে

গরম পানি শরীরের তাপমাত্রা সামান্য বাড়িয়ে ঘাম ও প্রস্রাবের মাধ্যমে টক্সিন বের করতে সহায়তা করে। এতে শরীর আরও সতেজ থাকে।

৩. ওজন কমাতে সহায়তা করে

গরম পানি শরীরের মেটাবলিজম বাড়ায়, যা অতিরিক্ত ফ্যাট বার্ন করতে সাহায্য করে। লেবু মিশিয়ে খেলে ফল আরও দ্রুত পাওয়া যায়।

৪. রক্তসঞ্চালন বাড়ায়

হালকা গরম পানি রক্তনালীগুলো প্রসারিত করে রক্তসঞ্চালন বাড়ায়। এতে হাত-পা ঠান্ডা হওয়া বা ঝিনঝিন করার সমস্যা কমে।

৫. কোষ্ঠকাঠিন্য দূর করে

সকালে খালি পেটে গরম পানি পান করলে অন্ত্র নরম হয় এবং মলত্যাগ স্বাভাবিক হয়। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যেও এটি কার্যকর।

৬. ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

টক্সিন কমে গেলে ও শরীর হাইড্রেটেড থাকলে ত্বকে স্বাভাবিকভাবেই উজ্জ্বলতা আসে। ব্রণ ও শুষ্কতার সমস্যাও কমে।

৭. নাক বন্ধ ও গলা ব্যথায় উপশম দেয়

গরম পানি কফ নরম করে শ্বাসনালীর বাধা দূর করতে সাহায্য করে। ঠান্ডা, কাশি বা গলা ব্যথার সময় এটি আরাম দেয়। তাই নিজেকে সুস্থ রাখতে নিয়মিত পান করুন হালকা গরম পানি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম