ঢাকা ১৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা নির্বাচনের ৫ দিন আগেই মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ১৩ শতাংশের বেশি ল্যাপটপের ডিসপ্লে নিরাপদে পরিষ্কার করবেন যেভাবে গণভোটের চারটি প্রশ্নের একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায় শনিবার থেকে নতুন পোশাকে পুলিশ হিরো আলম গ্রেপ্তার ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ রোববার ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি শততম টেস্টে ‘বিশেষ’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সকালের নাশতায় যে ভুল করবেন না

#

লাইফস্টাইল ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৫,  10:47 AM

news image

দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের নাশতা। কিন্তু অনেক সময় ভুল অভ্যাসের কারণে এই নাশতাই শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, সকালের খাবার খাওয়ার ধরন ও সময় হজম, বিপাকক্রিয়া এবং অন্ত্রের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। পুষ্টিবিদরা বলছেন, সকালের খাবার বাদ দেওয়া, অতিরিক্ত পরিশোধিত শর্করা খাওয়া এবং ফাইবার ও পানি উপেক্ষা করা—এই তিনটি সাধারণ ভুল সারা দিন অলসতা, ফোলা ভাব এবং পেট ভারী হওয়ার মতো সমস্যার সৃষ্টি করতে পারে।

১. নাশতা এড়িয়ে যাওয়া বা দেরিতে খাওয়া

পুষ্টিবিদ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ড. আর্চনা বাত্রা বলেন, সকালে খালি পেটে দীর্ঘ সময় থাকা পাকস্থলিতে অ্যাসিড জমাতে পারে, যা এসিডিটি ও অস্বস্তি তৈরি করে। আবার দেরিতে নাশতা খেলে হজমের এনজাইমের কার্যকারিতা কমে যায়, ফলে ফোলা ভাব ও ধীর বিপাক দেখা দেয়। তিনি পরামর্শ দেন, ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাশতা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে।

২. পরিশোধিত শর্করা বা চিনি দিয়ে দিন শুরু করা

সাদা রুটি, বিস্কুট, প্যাকেটজাত সিরিয়াল বা মিষ্টি জাতীয় খাবারে থাকা পরিশোধিত শর্করা রক্তে শর্করার মাত্রায় হঠাৎ ওঠানামা ঘটায়। এতে ক্ষুধা বেড়ে যায় এবং শক্তি দ্রুত কমে যায়। পুষ্টিবিদরা পরামর্শ দেন, সকালের খাবারে গোটা শস্য, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি রাখতে—যেমন বাদামসহ ওটস, ডিমের সঙ্গে মাল্টিগ্রেন টোস্ট বা সবজি পোহা।

৩. ফাইবার ও পানি খেতে ভুলে যাওয়া

ফাইবার হজমে সহায়তা করে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে পুষ্টি দেয়। পুষ্টিবিদ বিদি চাওলার মতে, ফাইবারকে বলা যায় অন্ত্রের জন্য প্রাকৃতিক ঝাড়ু, যা খাবারকে চলমান রাখে এবং হজম প্রক্রিয়া সচল রাখে। তাই ফল, সবজি ও গোটা শস্য নিয়মিত অন্তর্ভুক্ত করা জরুরি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম