সংখ্যায় কম হলেও চট্টগ্রামে চলছে বাস
০৭ নভেম্বর, ২০২১, 10:54 AM
NL24 News
০৭ নভেম্বর, ২০২১, 10:54 AM
সংখ্যায় কম হলেও চট্টগ্রামে চলছে বাস
রবিবার থেকে বাস চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রামে বাস-মালিকদের একাংশ। তবে আরেকটি অংশ ধর্মঘট চালিয়ে যেতে অনড়। ধর্মঘটের পক্ষে অবস্থান নেওয়া মালিকপক্ষের জানিয়েছে, রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সংগে কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের নেতারা জানান, রবিবার সকাল ৬টা থেকে তাঁদের বাস চলবে। তাঁরা চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাটগর পর্যন্ত কাউন্টারভিত্তিক বাস পরিচালনা করে থাকেন। নগরের অন্য রুটেও তাঁদের গাড়ি রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন একটি জাতীয় দৈনিককে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও পরিবহনের ভাড়া সমন্বয়ের দাবিতে ধর্মঘট ডাকা হয়েছিলো। কিন্তু এই সুযোগে একটি পক্ষ রাস্তায় নেমে পিকেটিং শুরু করে অ্যাম্বুলেন্সসহ সাধারণ যানবাহনও আটকে দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের মনে হয়, বিরোধী একটি পক্ষ এই কাজ করছে। আমরা তো ধর্মঘট ডাকিনি। তাই সাধারণ যানবাহন আটকাতে পারি না। এই কারণে আমাদের সিদ্ধান্ত, আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে আমাদের গাড়ি চলবে।’ ১৫টি রুটে তাঁদের প্রায় ৪০০ বাস ও হিউম্যান হলার রয়েছে জানিয়ে বেলায়েত হোসেন বলেন, কোনো গাড়িকে চলতে বাধা দিলে সেটা প্রশাসন দেখবে। এদিকে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ দেশের অন্যান্য জায়গার মতো চট্টগ্রামেও ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সংগে বৈঠকের পর কেন্দ্রীয় নেতাদের নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেবেন তাঁরা। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত আসা পর্যন্ত তাঁদের কোনো গাড়ি চলবে না। সংগঠনটির মহাসচিব গোলাম রসুল সংবাদমাধ্যমকে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ গাড়ি চালানোর ঘোষণা দিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তাদের গাড়ির সংখ্যা খুব কম। কাউন্টারভিত্তিক কিছু গাড়ি চলে। তাঁরা এই সিদ্ধান্ত মানেন না।