ঢাকা ১৪ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে : রিজভী টাকা ছাপিয়ে ফের ঋণ দিল কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক, দ্রুত বিচারের নির্দেশ কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার সজনে ডাটার অসাধারণ ১০টি উপকারিতা সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ২ হাজার চিকিৎসক শনিবার ভিটামিন-এ ক্যাপসুল পাবে ২ কোটি ২২ লাখ শিশু

শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক জোরদারে সরকার অঙ্গীকারাবদ্ধ: সাখাওয়াত হোসেন

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  11:52 AM

news image

শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শ্রীলঙ্কার ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  সাখাওয়াত হোসেন বলেন, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বাংলাদেশ। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, আইসিটি, ফার্মাসিউটিক্যাল, শিপিং এবং মেরিটাইম কানেক্টিভিটি, উচ্চশিক্ষা, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা এ অঞ্চলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা শ্রীলঙ্কার অসাধারণ সাফল্য, দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতার প্রমাণ। যেহেতু দুই দেশ শান্তি, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সহযোগিতার মাধ্যমে আমরা আরও দৃঢ় এবং শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারি। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রকে গড়ে তোলা এবং আমাদের জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছে। অনুষ্ঠানে সার্ক, বিমসটেক ও অন্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর উভয় দেশ গুরুত্বারোপ করে। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম