ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫ সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান এনসিপি নেত্রীর ১৫ মে থেকে এক মাস সদস্য সংগ্রহ করবে বিএনপি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আবদুল্লাহ পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের ২১ বিমানবন্দর সীমান্ত দিয়ে ১১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ সুনামগঞ্জে গুচ্ছ গ্রামের মানুষের যাতায়াত গজারিয়া নদী ইজারা না দেওয়ার দাবী

শ্রীপুরে আ.লীগ মনোনীত প্রার্থীর মনোনয়পত্র জমা

#

০১ ডিসেম্বর, ২০২৩,  9:35 PM

news image

আরিফ প্রধান : মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গাজীপুর-৩ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী রুমানা আলী টুসির পক্ষে তার বড় ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় আজ দুপুর দুইটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল জলিল, আ. লীগ নেতা আহসান উল্লাহ, এড. জাকির হোসেন খান মামুন, এড. তোফাজ্জল হোসেন শাহীন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস নজরুল ইসলাম, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাদবর, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নৌকার মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে গাজীপুর-৩ আসনের সকল স্তরের নেতৃবৃন্দ এবং হাজার হাজার জনতা মিছিলে মিছিলে উপজেলা চত্বরে জড়ো হয়। পরে উপস্থিত জনতার উদ্দেশ্যে গাজীপুর-৩ আসন থেকে নৌকার মনোনীত প্রার্থী রুমানা আলি টুসি উপজেলা চত্বরের বাহিরে পথ সভায় বলেন, গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে দেশরত্ন জননেত্রী  শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা গাজীপুরের পাঁচ বারের নির্বাচিত সাংসদ প্রয়াত এডভোকেট রহমত আলী।বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আমার বাবা রাজনীতি করে গেছেন, আমার বাবার আদর্শকে বুকে লালন করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আদর্শকে লালন করে গাজীপুর- ৩ আসনের জনগণের পাশে থেকে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করতে চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম