শোক জানিয়ে মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি, ২০২৩, 10:16 AM
নিজস্ব প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি, ২০২৩, 10:16 AM
শোক জানিয়ে মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা স্থগিত
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ নিহতসহ অসংখ্য মানুষ আহত হওয়ার প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবারের পদযাত্রা স্থগিত করেছে বিএনপি। বুধবার গভীর রাতে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির আজ বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আনুষ্ঠানিক সূত্রের বরাতে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ৭০০ ছাড়িয়েছে। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৭১৯।