ঢাকা ০৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ব্যাংক এশিয়ার সাবেক শাখা ব্যবস্থাপকের মৃত্যু: গৃহহীন স্ত্রী-সন্তানদের পাশে ব্যাংক কর্তৃপক্ষ না থাকায় রংপুর জুড়ে সমালোচনার ঝড় জঙ্গি সংশ্লিষ্টতা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে: অর্থ উপদেষ্টা দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমাতে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান সিরিজ বাঁচাতে আগে ব্যাট করছে বাংলাদেশ শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’ নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : প্রেস সচিব চীনে সন্তান জন্ম দিলেই মিলবে টাকা ৩৮৭ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকে গেল বিমান

শুটিংয়ে ফিরলেন চঞ্চল

#

বিনোদন প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  11:10 AM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়েছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে— নিজের দেশে গৃহবন্দি ঢালিউড অভিনেতা চঞ্চল চৌধুরী। যদিও এ জনপ্রিয় অভিনেতা সেই বক্তব্যের জবাব আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন গণমাধ্যমে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এপার-ওপার দুই বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী এখন বেছে বেছে কাজ করছেন। হ্যাঁ, ব্যস্ততা কমেছে তার। অনেক দিন শুটিং থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি আবার ক্যামেরার মুখোমুখি হলেন অভিনেতা। গত তিন দিন ধরে আউটডোর শুটিংয়ে ব্যস্ত চঞ্চল চৌধুরী। সম্প্রতি আনন্দবাজার অনলাইনে এ অভিনেতা তার সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে কথা বললেন। জানালেন আগামী ঈদের কাজ নিয়েও। কাজের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, বাংলাদেশের বিনোদন দুনিয়ায় কাজের পরিস্থিতিতে মন্দা চলছে। ফলে আগের তুলনায় কাজ কম হচ্ছে। তিনি বলেন, একসময় প্রচুর কাজ করেছি। এখন বিশেষ কাজ ছাড়া করতেও ইচ্ছে করে না। শুধু শুধু কাজের সংখ্যা বাড়ানোর ইচ্ছে নেই তার। বুঝেশুনে এমন কাজ করতে চাই, যে কাজগুলো বহুদিন থেকে যাবে বলেও জানান অভিনেতা। এদিকে বৃন্দাবন দাসের লেখা ও সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিকে কাজ করছেন চঞ্চল চৌধুরী। এক রিকশাচালকের প্রেমের করুণ পরিণতি এ ধারাবাহিকের পটভূমি। এ নাটকে চঞ্চলের সঙ্গে অভিনয় করার কথা ছিল তার প্রিয় বন্ধু এবং অধিকাংশ ছবি আর নাটকের নায়িকা শাহনাজ খুশির। সম্প্রতি তিনি দুর্ঘটনায় গুরুতর জখম হন।  চঞ্চল চৌধুরী বলেন, এ নাটকে শাহনাজ খুশির অভিনয়ের কথা ছিল। কিন্তু শুটিং শুরুর আগের দিনই দুর্ঘটনা। কপালে ১০টা সেলাই পড়েছে তার। চোখমুখ ফুলে আছে এখনো। গত পরশু দেখতে গিয়েছিলাম। তিন দিন আউটডোরে শুটিং করছি। শনিবার আবার হয়তো দেখতে যাব।  উল্লেখ্য, টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিটি সম্ভবত চঞ্চল চৌধুরীর সর্বশেষ অভিনীত ছবি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘ব্রিদ’ ছবিটি। এটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম