ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক করে তুলতে নতুন পাঠ্যক্রম: শিক্ষামন্ত্রী

#

৩১ অক্টোবর, ২০২১,  3:41 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক মনোভাব ও গণতন্ত্রমনা করে তুলতে নতুন পাঠ্যক্রম প্রণয়ন সহ বহু ধরনের উদ্যোগ নিয়েছি। এসব করা হয়েছে আমাদের শিক্ষার্থীরা যাতে পরীক্ষা ও সনদ সর্বস্ব শিক্ষা থেকে বেরিয়ে এসে আনন্দময় শিক্ষাব্যবস্থার মাধ্যমে ভালো মানুষ হতে পারে। রোববার সকাল সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।  উদ্বোধন অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।  শেখ রাসেল সম্পর্কে মন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে শেখ রাসেল অন্যায়ের প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। ঘাতকরা জানতো শুধু শেখ মুজিবকে হত্যা করলেই তারা বাংলাকে পাকিস্তান বানাতে পারবে না। তারা জানতো শেখ মুজিবের বংশধর কেউ জীবিত থাকলে তাদের উদ্দেশ্য সফল হবে না। তাই তারা শিশু শেখ রাসেলকেও সেদিন হত্যা করে। কিন্তু সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার বিষয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে যেন কখনই এমন হামলার ঘটনা না ঘটে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এমন হামলা বন্ধ করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা দরকার। প্রত্যেকটি মানুষকে অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন হতে হবে এবং প্রতিবেশীদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলাম প্রমুখ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম