শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল খুনের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিনিধি
২৬ জুলাই, ২০২২, 11:40 AM
নিজস্ব প্রতিনিধি
২৬ জুলাই, ২০২২, 11:40 AM
শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল খুনের ঘটনায় মামলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মহানগরীর জালালাবাদ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন শাবিপ্রবির রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল ইসলাম। নিহত শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ (২২)। তিনি শাবিপ্রবি’র লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়। শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে শিক্ষার্থী বুলবুল আহমেদর মৃত্যুতে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হওয়া মিছিলগুলো ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, অবিলম্বে বুলবুলের খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনাতে হবে। একই সঙ্গে নিহত বুলবুলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান, শাবিপ্রবি ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি ও নিহত বুলবুলকে নিরাপত্তা দিতে ব্যর্থতা স্বীকার করে ক্ষমা প্রার্থনার জন্য শাবি প্রশাসনের প্রতি আহ্বান জানান। এসব দাবি পূরণে মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫টার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। মিছিল শেষে রাত পৌনে ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অনুরোধে তারা সড়ক থেকে সরে আসেন। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী গাজীকালুর টিলায় শিক্ষার্থী বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।