ঢাকা ০৫ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে না: রিজভী শিল্পকলার নারী কর্মকর্তার রুম তল্লাসি, সাড়ে ২১ লাখ টাকা উদ্ধার ভোলায় দশম গ্রেডের দাবীতে তৃতীয় দিনের মত সার্ভেয়ারদের কর্মবিরতি দেশেই তৈরি হবে ড্রোন, করা হবে রপ্তানি ডিসি নিয়োগে ‘লেনদেন’ প্রসঙ্গে যা বললেন জনপ্রশাসনের সিনিয়র সচিব স্ত্রীসহ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির তথ্য জানানো যাবে ই-মেইলে শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক কমিটির অভিযোগ ঢাকা থেকে ৬ গন্তব্যে নৌযান চলাচল বন্ধ বেনাপোল দিয়ে পাঁচ চালানে ভারতে গেল ২৭৬ টন ইলিশ

শাটল ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৩,  11:19 AM

news image

নিরাপত্তার অজুহাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছেন চালকরা। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৬ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ট্রেন চালক ও গার্ডকে মারধর করে আটকে রাখায় নিরাপত্তার কথা বলে শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছেন তারা। স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে এসেছে, নিরাপত্তার কারণে চালক ও গার্ড ট্রেন চালাতে রাজি নন। নিরাপত্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে তারা জানিয়েছে যে, রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পরবর্তী আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘যখন দুর্ঘটনা ঘটেছে, তখন বগি খালি ছিল। ছাদে ভ্রমণের প্রয়োজনই ছিল না। ঝুঁকিপূর্ণ ট্রেনের ছাদে ভ্রমণে দুর্ঘটনায় চালক ও গার্ডের কী দোষ? তাদের কেন মারধর করা হলো? নিরাপত্তার অভাবে আপাতত শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন থেকে ছাদে যাত্রী ভ্রমণ করলে ট্রেন না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে’ বিভাগীয় ব্যবস্থাপক মো. আবিদুর রহমান বলেন, ‘শাটল ট্রেনের চালক ও হেলপারকে মারধরের জেরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যখন দুর্ঘটনা ঘটেছে, তখন বগি খালি ছিল। ছাদে ভ্রমণের প্রয়োজনই ছিল না। ঝুঁকিপূর্ণ ট্রেনের ছাদে ভ্রমণে দুর্ঘটনায় চালক ও গার্ডের কী দোষ? তাদের কেন মারধর করা হলো? নিরাপত্তার অভাবে আপাতত শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন থেকে ছাদে যাত্রী ভ্রমণ করলে ট্রেন না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ এর আগে বৃহস্পতিবার রাত নয়টার দিকে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়গামী ট্রেনের ছাদে যাওয়ার সময় চৌধুরীহাট এলাকায় গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে ১৬ শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ঘটনার পর শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালায় এবং ট্রেনের চালক ও গার্ডকে মারধর করে ট্রেন আটকে রাখে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম