ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঊনসত্তরের গণঅভ্যুত্থানই স্বাধীনতার পথ তৈরি করেছে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের বরিশাল সফরের নতুন সূচি ঘোষণা রাজধানীতে বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার বাবা নেই, দোয়া আছে—শিরোপা জয়ের দিনে সাকলাইন প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর বন্ধুত্বের আড়ালে চীন একসময় তাদের গিলে খাবে: ট্রাম্প

শহীদ মিনারে মাসুম আজিজের শেষ শ্রদ্ধা, দাফন পাবনায়

#

বিনোদন প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  10:32 AM

news image

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় নাট্যকার, অভিনেতা, নির্মাতা মাসুম আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই তার আত্মার শান্তি কামনা করে দীর্ঘ দিনের সহকর্মীরা জানাচ্ছেন সমবেদনা। জানা গেছে, মাসুম আজিজের মরদেহ মঙ্গলবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে নিজ জেলা পাবনায়। সেখানেই তার দাফন সম্পন্ন হবে। মাসুম আজিজ দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। চলতি বছরের সেপ্টম্বরের ২৪ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে আবারও অসুস্থ হয়ে পড়লে ৮ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থিয়েটারে কাজের মাধ্যমে মাসুম আজিজের অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে একুশে পদক পান মাসুম আজিজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম