
NL24 News
২৩ ফেব্রুয়ারি, ২০২৫, 3:49 PM
শহিদ মিনারে অবস্থান করছে কুয়েট শিক্ষার্থীরা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় এসে পৌঁছেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৮০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার পরে কেন্দ্রীয় শহিদ মিনারে তারা অবস্থান করেন। এ সময় শহীদ মিনারে ব্যাপক পুলিশ প্রটোকল এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা যায়। ঢাকায় অবস্থানরত কুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে। এর আগে রোববার সকালে ক্যাম্পাস থেকে ভাড়া করা দুটি বাসে তারা রওনা হন। ক্যাম্পাস ছাড়ার আগে মাথায় ও চোখে লাল কাপড় পরা শিক্ষার্থীরা বলেন, এই ক্যাম্পাস তাদের জন্য নিরাপদ নয়। তারা এখানে নিরাপদ বোধ করছেন না। ঢাকায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে তারা তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাবেন। উপাচার্য ও সহ–উপাচার্যের অপসারণসহ ছয় দফা দাবি বাস্তবায়ন না পর্যন্ত তারা আর ক্যাম্পাসে ফিরে আসবেন না। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘রক্ত যখন ঝরেছিল, প্রশাসন তখন কোথায় ছিল’, ‘সন্ত্রাসীরা বাইরে কেন?’, ‘নিরাপদ ক্যম্পাস চাই’, ‘নিরাপত্তা দিতে পারে না- এমন ভিসি চাই না’, ‘মাসুদ হটাও, কুয়েট বাঁচাও’ প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এর আগে গতকাল শনিবার শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। গত শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভের এক পর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। তার আগে বিকেলে ‘রক্তাক্ত কুয়েট ১৮.০২.২৫’ শিরোনামে ছবি প্রদর্শনী করা হয়। ছাত্রকল্যাণ কেন্দ্রে এই প্রদর্শনীতে আহত শিক্ষার্থীদের ছবি ও শিক্ষার্থীদের ছয় দফা দাবির আন্দোলনের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।