ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট দেশের ৮ জেলায় বৃষ্টির আভাস গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ পথচারী ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ১২

ল্যাপটপের ডিসপ্লে নিরাপদে পরিষ্কার করবেন যেভাবে

#

১৫ নভেম্বর, ২০২৫,  3:58 PM

news image

ল্যাপটপ প্রতিদিন ব্যবহার করি, তাই ডিসপ্লেতে ধুলা, দাগ বা আঙুলের ছাপ জমা একেবারে স্বাভাবিক। তবে সঠিকভাবে পরিষ্কার না করলে ডিসপ্লে নষ্টও হয়ে যেতে পারে। তাই নিরাপদে ডিসপ্লে পরিষ্কার করার নিয়ম জানা খুব জরুরি।

ল্যাপটপের ডিসপ্লে কেন সংবেদনশীল? ল্যাপটপের স্ক্রিন সাধারণ কাচের মতো নয়। এতে বিশেষ ধরনের আবরণ থাকে, যা খুব সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে।

ল্যাপটপের ডিসপ্লে নিরাপদে পরিষ্কার করবেন যেভাবে

যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়

ভুল উপকরণ বা অতিরিক্ত পানি ব্যবহার করলে এই আবরণ উঠে গিয়ে স্থায়ী দাগ বা ক্ষতি হয়ে যেতে পারে।

পরিষ্কার করার আগে যা করবেন

- ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে চার্জার খুলে ফেলুন।

- যদি যন্ত্র গরম থাকে, একটু ঠান্ডা হতে দিন।

- একটি পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় ও বিশুদ্ধ পানি (ডিস্টিলড ওয়াটার হলে ভালো) কাছে রাখুন।

- পর্যাপ্ত আলোতে কাজ করুন, যাতে দাগগুলো ভালোভাবে দেখা যায়।

যেসব উপকরণ ব্যবহার করা নিরাপদ

- মাইক্রোফাইবার কাপড়, এটাই সবচেয়ে নিরাপদ।

- হালকা দাগ তোলার জন্য কাপড় সামান্য ডিস্টিলড পানিতে ভিজিয়ে মুছতে পারেন।

- তেলতেলে দাগ তুলতে ডিস্টিলড পানি ও সাদা ভিনেগারের হালকা মিশ্রণ ব্যবহার করা যেতে পারে।

- বাজারে পাওয়া স্ক্রিন–সেফ ওয়াইপসও ব্যবহার করতে পারেন।

- কিবোর্ডের ফাঁকফোকরের ধুলা তুলতে কমপ্রেসড এয়ার ব্যবহার করা যায়।

যেগুলো কখনো ব্যবহার করবেন না

- টিস্যু, পুরোনো কাপড় বা পেপার টাওয়েল - এগুলো স্ক্রিনে আঁচড় ফেলতে পারে।

- অ্যালকোহল বা অ্যামোনিয়া - যুক্ত ক্লিনার বিপজ্জনক।

- জানালা পরিষ্কারক, হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক ওয়াইপস স্ক্রিনের আবরণ নষ্ট করে।

- সরাসরি স্ক্রিনে স্প্রে করা বা অতিরিক্ত তরল ব্যবহার করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

কীভাবে পরিষ্কার করবেন

- মাইক্রোফাইবার কাপড় দিয়ে হালকা বৃত্তাকারে মুছুন। কোনোভাবেই বেশি চাপ দেবেন না।

- দাগ না উঠলে ভিনেগার মিশ্রিত পানি ব্যবহার করতে পারেন।

- পরিষ্কার করার পর স্ক্রিন পুরো শুকিয়ে গেলে তবেই ল্যাপটপ চালু করুন।

বিভিন্ন ধরনের ডিসপ্লের যত্ন

ম্যাট স্ক্রিন: শুকনো মাইক্রোফাইবার কাপড়েই পরিষ্কার করুন।

গ্লসি স্ক্রিন: হালকা ভেজা কাপড় ব্যবহার করা যায়।

টাচস্ক্রিন: নিয়মিত পরিষ্কার রাখা দরকার।

OLED/LED স্ক্রিন: শুধু স্ক্রিন–সেফ ওয়াইপস ব্যবহার করুন, অ্যালকোহল এড়িয়ে চলুন।

সূত্র : প্রযুক্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম