ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া জয়ের নামও উচ্চারণ করতে চাই না: শফিক রেহমান ‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা নেটমাধ্যমে ঝড় তুললেন পাকিস্তানি অভিনেত্রী রাজধানীতে সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা ১৫ বছর পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম জনগণই সব ক্ষমতার উৎস হবে এমন দেশ গড়তে চাই : ড. ইউনূস

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর, ২০২৪,  10:56 AM

news image

দক্ষিণ লেবাননে জিভ এরলিচ নামের ৭১ বছর বয়সী এক গবেষক ও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই দুই সৈন্যের মৃত্যুর ফলে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননে আট শতাধিক ইসরায়েলি সেনার মৃত্যু হলো। ইসরায়েলি বাহিনী জানায়, ২২ বছর বয়সী এক সেনা দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালীন নিহত হয়েছেন। ওই সেনা ইসরায়েলি ট্যুর গাইড এবং প্রত্নতত্ত্ববিদ জিভ এরলিচের সঙ্গে ছিলো। ৭১ বছর বয়সী এরলিচ একটি প্রত্নতাত্ত্বিক স্থানে কাজ করতে গিয়ে নিহত হন। এরলিচ ও তার সঙ্গে থাকা এক সেনা সদস্য দক্ষিণ লেবাননে গোলানি ব্রিগেডের একটি চিফ অফ স্টাফ কর্নেল ইয়োভ ইয়র্মের নেতৃত্বে ওই এলাকায় প্রবেশ করেছিলেন। তবে ওই এলাকায় আগে থেকেই দুটি হিজবুল্লাহ যোদ্ধা লুকিয়ে ছিল। হিজবুল্লাহ যোদ্ধারা তাদের ওপর গুলি চালায়। এতে জিভ এরলিচ এবং একজন সেনা নিহত হন। এ ঘটনায় গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা, এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। অন্যদিকে, ২২ বছর বয়সী ইসরায়েলি সার্জেন্ট ইতান বেন আমি দক্ষিণ লেবাননের একটি গ্রামে অভিযান চালানোর সময় মারা যান। ওই সময় ইসরায়েলি কমান্ডোরা একটি ক্ষতিগ্রস্ত ভবনের মধ্য দিয়ে হাঁটছিলেন, যখন ভবনটি ধসে পড়ে এবং তার মৃত্যু হয়। আইডিএফের দাবি, ওই ভবনটি আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আবহাওয়ার কারণে এটি ধসে পড়েছে। এই ঘটনায় আরেকজন সেনা সদস্য আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্য সূত্র- আনাদলু এজেন্সি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম