ঢাকা ১৪ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে সহায়তা করবে এনবিআর টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা ডেঙ্গু রোগীর জন্য উপকারী যেসব খাবার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয় দক্ষিণ এশিয়ায় জলবিদ্যুৎ গ্রিড তৈরির আহ্বান ড. ইউনূসের একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, হাসপাতালে ভর্তি অন্তত ৯০০

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২৪,  10:48 AM

news image

পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণের কারণে অসুস্থ হয়ে প্রায় ৯০০ জন হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এসব তথ্য জানানো হয়েছে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে। শহরটির বায়ুদূষণের অবস্থা এতটাই ভয়াবহ যে সম্প্রতি শহরটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি এমন যে, রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে। দরজা–জানালা দিয়ে প্রবেশ করা বিষাক্ত কণার ক্ষতির পরিমাণ কমাতে বাড়িতে খুব কম লোকই এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে সক্ষম হচ্ছেন। দূষণ থেকে শিশুদের সুরক্ষা দিতে লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুর মান সূচকে লাহোরের স্কোর ১ হাজার ছাড়িয়ে গেছে। শহরটির সবশেষ স্কোর মঙ্গলবার ছিল ৯১০। বায়ুর মান সূচকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। সূচকে ৩০০ স্কোর ছাড়িয়ে গেলে একে ‘বিপজ্জনক’ বলা হয়। তাই নজিরবিহীন বলে মনে করা হচ্ছে লাহোরের বায়ুর মানের স্কোর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম