ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৫,  10:54 AM

news image

ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইছে মার্নাস লাবুশেনের ব্যাটে। একের পর এক সেঞ্চুরি করে চলেছেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান। ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলসকে হারানোর পথেও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন কুইন্সল্যান্ডের অধিনায়ক।

সিডনিতে কুইন্সল্যান্ডের ৯৬ রানে জয়ের ম্যাচে ১০১ রান করেন লাবুশেন। তার ১১১ বলের ইনিংসটি গড়া একটি ছক্কা ও ৬টি চারে। পরে ২৬ রানে ২ শিকার ধরে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। চলতি মৌসুমে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণি মিলিয়ে আট ইনিংসে এটি লাবুশেনের পঞ্চম সেঞ্চুরি। ওয়ানডে কাপে এনিয়ে শতকের স্বাদ পেলেন তিনবার। আর শেফিল্ড শিল্ডে দুইবার স্পর্শ করেন তিন অঙ্ক।

ওয়ানডে কাপে ভিক্টোরিয়ার বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলে মৌসুম শুরু করেন লাবুশেন। এই টুর্নামেন্টেই পরে তাসমানিয়া ম্যাচে করেন ১০৫ রান। আর প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে ১৬০ ও সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৯ রান করেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

গত জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে একাদশে জায়গা হারান লাবুশেন। টানা ৫৩ টেস্ট খেলার পর বাদ পড়েন তিনি। গত দুই বছর ধরে টেস্ট ক্রিকেটে সময় ভালো কাটছে না তার। সবশেষ ৩০ ইনিংসে পাননি কোনো সেঞ্চুরি। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে থেকে সেঞ্চুরি স্রেফ একটি।

অ্যাশেজের দলে ফিরতে তাই ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ ছিল লাবুশেনের সামনে। সেটা বেশ ভালোভাবে করে চলেছেন তিনি। কিছুদিন পর শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের দলে লাবুশেনের জায়গা পাওয়া এখন একরকম নিশ্চিত। তবে অস্ট্রেলিয়া দলে কোথায় ব্যাটিং করবেন তিনি, সেটা এখনও পরিষ্কার নয়।  আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম