লন্ডনে ইসরায়েলবিরোধী বিক্ষোভে মানুষের ঢল
আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর, ২০২৪, 11:01 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর, ২০২৪, 11:01 AM
লন্ডনে ইসরায়েলবিরোধী বিক্ষোভে মানুষের ঢল
ব্রিটেনের রাজধানী শহর লন্ডনে ইসরায়েলবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে। গাজায় ৭ অক্টোবর ইসরায়েলের হামলার বার্ষিকী উপলক্ষে যুদ্ধ বন্ধের দাবিতে শনিবার তারা এ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। স্থানীয় সময় শনিবার সকালে বিক্ষোভের আগেই দুই শতাধিক ফিলিস্তিনিপন্থী কর্মী বেডফোর্ড স্কোয়ারে জড়ো হয়। সেখানে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। বিক্ষোভকারীদের কেউ কেউ লেবানিজ ও ইরানের পতাকা এবং ব্যানার ধরেছিলেন যাতে লেখা ছিল ‘আমরা গণহত্যার পক্ষে দাঁড়াই না’ এবং ‘জায়োনিজম হল বর্ণবাদ।’ এসময় অনেকে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয়। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি