ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শাহবাগে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ চট্টগ্রাম বন্দরে নোঙর করল সেই পাকিস্তানি জাহাজ গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল: তাজুল ইসলাম সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড শিক্ষক নিয়োগের অনিয়মে পঙ্গু হয়ে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো: শিক্ষা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির সম্পর্ক ছিন্ন তিন ব্যাংকে আনিসুল হকের জমা ২১ কোটি টাকা রোহিঙ্গা ইস্যুতে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে: পররাষ্ট্র উপদেষ্টা

লঞ্চে আগুন: চার জনের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

#

০৫ জানুয়ারি, ২০২২,  3:59 PM

news image

অভিযান-১০ লঞ্চে আগুন ও হতাততের ঘটনায় লঞ্চ মালিক, চালক, মাস্টার ও সার্ভেয়ারের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, অভিযান-১০-এর ইঞ্জিন রুম থেকেই আগুনের সূত্রপাত। এ দুর্ঘটনার জন্য দায়ী সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গত ২৪ ডিসেম্বর ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে মধ্যরাতে লাগা আগুনে অন্তত ৪৮ জন মারা যান।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ওই দিনই ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌ মন্ত্রণালয়। কমিটিতে বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তরসহ ৬টি সংস্থাকে যুক্ত করা হয়। ৬ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার নৌ সচিবের কাছে রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। এ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিমন্ত্রী। রিপোর্টে উঠে আসে, লঞ্চের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়। যাত্রার শুরু থেকেই সমস্যা ছিল ইঞ্জিনে। যান্ত্রিক ত্রুটির পরও কেন সংশ্লিষ্টরা ব্যবস্থা নেয়নি, তা খতিয়ে দেখা হবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। প্রাথমিক তদন্তে লঞ্চমালিক, চালক, মাস্টার ও সার্ভেয়ারের গাফিলতির তথ্য উঠে এসেছে বলে জানান তিনি। দেশের প্রথমবারের মতো অভিযান-১০ নামের ‌এই যাত্রীবাহী লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম