লঞ্চে আগুন: চার জনের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
০৫ জানুয়ারি, ২০২২, 3:59 PM
NL24 News
০৫ জানুয়ারি, ২০২২, 3:59 PM
লঞ্চে আগুন: চার জনের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
অভিযান-১০ লঞ্চে আগুন ও হতাততের ঘটনায় লঞ্চ মালিক, চালক, মাস্টার ও সার্ভেয়ারের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, অভিযান-১০-এর ইঞ্জিন রুম থেকেই আগুনের সূত্রপাত। এ দুর্ঘটনার জন্য দায়ী সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গত ২৪ ডিসেম্বর ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে মধ্যরাতে লাগা আগুনে অন্তত ৪৮ জন মারা যান।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ওই দিনই ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌ মন্ত্রণালয়। কমিটিতে বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তরসহ ৬টি সংস্থাকে যুক্ত করা হয়। ৬ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার নৌ সচিবের কাছে রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। এ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিমন্ত্রী। রিপোর্টে উঠে আসে, লঞ্চের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়। যাত্রার শুরু থেকেই সমস্যা ছিল ইঞ্জিনে। যান্ত্রিক ত্রুটির পরও কেন সংশ্লিষ্টরা ব্যবস্থা নেয়নি, তা খতিয়ে দেখা হবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। প্রাথমিক তদন্তে লঞ্চমালিক, চালক, মাস্টার ও সার্ভেয়ারের গাফিলতির তথ্য উঠে এসেছে বলে জানান তিনি। দেশের প্রথমবারের মতো অভিযান-১০ নামের এই যাত্রীবাহী লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।