ঢাকা ১৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪ ৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ

লজ্জার হারের পর কিংবদন্তিদের নিয়ে জরুরি সভা উইন্ডিজের

#

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই, ২০২৫,  10:59 AM

news image

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর জরুরি সভা ডেকেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে তিন ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান লারাকে। গত কয়েক সপ্তাহ ধরে দলের ‘খুবই হতাশাজনক’ পারফরম্যান্স পর্যালোচনা করার জন্য ‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিসিয়েটিং কমিটিতে’ আরও তিন সাবেক ক্রিকেটার শিবনারাইন চন্দরপল, ডেসমন্ড হেইন্স ও ইয়ান ব্র্যাডশর সঙ্গে যোগ দেবেন ওই তিন জন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সবকটিতে তিন দিনের মধ্যে হারে ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে বাজে অভিজ্ঞতা হয় জ্যামাইকায় শেষ টেস্টে; ২০৪ রানের লক্ষ্য তাড়ায় নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় স্রেফ ১৪.৩ ওভারে ২৭ রানে গুটিয়ে যায় রোস্টন চেইসের দল। গত ৭০ বছরে সর্বনিম্ন ও ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটসম্যান আউট হন শূন্য রানে, টেস্ট ইতিহাসে এক ইনিংসে কোনো দলের যা সর্বোচ্চ শূন্যর রেকর্ড। তাদের প্রথম ছয় ব্যাটসম্যানের সম্মিলিত রান মোটে ৬, এটিও বিশ্ব রেকর্ড। বিব্রতকর রেকর্ড হয়েছে আরও কিছু। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো এক বিবৃতিতে বলেন, এমন বেদনাদায়ক পরাজয়ের পর সমগ্র ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সম্প্রদায়ের বেশ কয়েকটি ‘নির্ঘুম রাত’ কাটবে। একই সঙ্গে দল পুনর্গঠনের জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। টেস্ট সিরিজের পর এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী মাসে ঘরের মাঠেই সীমিত ওভারের সিরিজ খেলবে তারা পাকিস্তানের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম