র্যাব-৮ এর অভিযানে মোটরসাইকেল চোরের মুলহোতাসহ তিন জন আটক
নিজস্ব প্রতিনিধি
১১ নভেম্বর, ২০২২, 10:00 PM

নিজস্ব প্রতিনিধি
১১ নভেম্বর, ২০২২, 10:00 PM

র্যাব-৮ এর অভিযানে মোটরসাইকেল চোরের মুলহোতাসহ তিন জন আটক
ক্যাপসনঃ র্যাব-৮ এর অভিযানে আটক মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্য।
মাছউদ শিকদার: র্যাব-৮ এর অভিযানে মোটরসাইকেল চোরাকারবারীর মুলহোতাসহ তিন জন আটক হয়েছে। বরিশাল নগরীর এক মটরসাইকেল চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক পেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। র্যাব জানিয়েছে, বরিশাল সদর উপজেলার রাসেদুল ইসলাম রাহাত গত ২৩ অক্টোবর তার ব্যবহৃত মটর সাইকেল চুরি হয়েছে বলে র্যাবের বরিশাল কার্যালয়ে অভিযোগ জানান। এর প্রেক্ষিতে র্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এএসপি রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে। গত ১১ নভেম্বর ভোর ৬ টার দিকে খুলনার দৌলতপুর থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুলহোতা স্থানীয় আবুবক্কর সিদ্দিক (৪৫), মোঃ আক্কাস আলী (৪৩) ও মাদারীপুর জেলার চর্মগরিয়া গ্রামের নুর ইসলামকে (৬৫) আটক করে র্যাব। তাদের কাছ থেকে দুইটি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের সংশ্লিস্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।