র্যাব-১৩'র হাতে ১৩'শ Tapentadol সহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-৩
৩১ আগস্ট, ২০২৪, 11:26 AM
NL24 News
৩১ আগস্ট, ২০২৪, 11:26 AM
র্যাব-১৩'র হাতে ১৩'শ Tapentadol সহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-৩
রংপুর ব্যুরো: র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের পৃথক দুটি অভিযানে ১৩'শ পিস Tapentadol Tablets উদ্ধার, ২ নারী মাদক কারবারি সহ মোট ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব। শুক্রবার (৩০ আগস্ট) র্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প ২৯ আগস্ট বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন কাঠমোড় বাজারস্থ মায়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করে। মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় দিনাজপুর হতে আসা একটি মোটর সাইকেলকে থামাতে সংকেত দেয় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টাকালে কুখ্যাত মাদক কারবারী বাহাদুরকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারী বাহাদুর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্ভুক্ত মালঞ্চা গ্রামের আঃ মজিদের ছেলে। উল্লেখ্য বাহাদুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অপরদিকে (৩০ আগস্ট) সকাল পৌনে দশটার দিকে র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৫নং শশরা ইউপিস্থ দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়ক গামী কাশিপুর বাজারস্থ একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে দুই মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১০২৫ টাকা উদ্ধার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শেখপুরা ৯নং রেলঘুন্টি এলাকার মোঃ আনিসুর রহমানের মেয়ে ও জাহিদ হোসেনের স্ত্রী মোসাঃ আদরী খাতুন(২১) এবং একই গ্রামের মজিবর রহমানের মেয়ে ও আবু সাইদ এর স্ত্রী ফেন্সি আক্তার (২৫)। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধৃত আসামীদের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুর জেলার কোতয়ালী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।