র্যাব-১৩'র পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেফতার-৬
৩০ অক্টোবর, ২০২৫, 10:11 PM
 
                            NL24 News
৩০ অক্টোবর, ২০২৫, 10:11 PM
 
                        র্যাব-১৩'র পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেফতার-৬
আবুল হোসেন বাবলুঃ মাদক নির্মূলে র্যাব-১৩ নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৩০ অক্টোবর মধ্য রাতে এবং একই তারিখ দুপুরে পৃথক দুটি অভিযানে ফেনসিডিল জাতীয় ৬৬৯ বোতল মাদকদ্রব্য CHOCO+ এবং এস্কাফ ( ESkuf) উদ্ধার সহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ৩০ অক্টোবর মধ্য রাতে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত ভেলাগুড়ী ইউনিয়নের বনচুকি গ্রামে
মাদক কারবারি শামীম রহমানের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার রান্নাঘরে প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৩৫৫ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ উদ্ধার সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন বনচুকি গ্রামের মৃত আবু সাঈদ এর ছেলে রাজিব (২৭), আব্দুর রশিদ এর ছেলে শামীম রহমান (৪২) এবং তার স্ত্রী মোছাঃ বিলকিস বেগম (৪০)। র্যাব-১৩ সদর কোম্পানী রংপুরের অপর একটি আভিযানিক দল একই তারিখ দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে
লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট ব্রীজের উপর অভিযান চালায়। এ সময় একটি ইজিবাইক তল্লাশীকালে চালক ও যাত্রীর সিটের নীচ হতে ২টি প্লাস্টিকের বস্তার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৩১৪ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ ( ESkuf) জব্দসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার আদিতমারী থানার অন্তর্ভুক্ত মহিস্থলী গ্রামের শামসুল হক এর ছেলে সহির উদ্দিন (৩৫) মহিস্থলী ডিঙ্গার পাড়া গ্রামের মৃত আলহাজ্ব সমতউল্লাহ এর ছেলে জহুরুল ইসলাম (৩৬) এবং দুলালী বাজার এলাকার ময়েন উদ্দিন এর ছেলে জহর আলী (৩৮)। র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত মাদক কারবারিরা অত্যন্ত কৌশলে ইয়াবা, ফেনসিডিল ও ফেনসিডিল সাদৃশ্য অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
 
                             
                                             
                                             
                                             
                                            